Gajakesari Yog Astrology: চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভ, বিশেষ যোগে সুখের দিন ৩ রাশির

জ্যোতিষ মতে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে গজকেশরী যোগ তৈরি হবে। যার ফলে সাফল্য পাবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভ, বিশেষ যোগে সুখের দিন ৩ রাশিরকপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে গজকেশরী যোগ তৈরি হবে।
  • সাফল্য পাবেন ৩ রাশির জাতকরা
  • সব ক্ষেত্রে দারুণ সাফল্য আসবে।

জ্যোতিষ মতে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে গজকেশরী যোগ তৈরি হবে। যার ফলে সাফল্য পাবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

বৃষ রাশি (Taurus): 
 কপাল খুলবে বৃষ রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। অর্থলাভ হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

মকর রাশি (Capricorn): 
লাভের মুখ দেখবেন মকর রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা সফল হবেন। দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হবে। 


সিংহ রাশি (Leo): 
ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। ধনলাভ হবে। দাম্পত্য সুখ বাড়বে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ জুলাই রাশি বদলাবে শুক্র। সিংহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। শুক্রের গোচরে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং মিথুন রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৫ অগস্ট সিংহ রাশিতে উল্টো পথে ঘুরবে বুধ। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিশেষ পরিবর্তন। লাভবান হবেন সিংহ, কর্কট এবং ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ। যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, অগস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। জ্যোতিষ মতে, বর্তমানে মীন রাশিতে রয়েছে রাহু। ২০২৫ সালের মে মাস পর্যন্ত এই রাশিতেই থাকবে রাহু। তারপরে রাহু কন্যা রাশিতে প্রবেশ করবে। রাহুর এহেন গোচরে লাভের মুখ দেখবেন কুম্ভ এবং মকর রাশির জাতকরা। আগামী ১৬ অগস্ট সূর্যের গোচর হবে। ওই রাশিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সূর্য। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, সিংহ রাশিতে রয়েছে বুধ। আগামী ২২ অগস্ট উল্টো পথে হেঁটে কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এরপরে ২৯ অগস্ট কর্কট রাশিতে মার্গী হবে বুধ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা।
 

Advertisement

POST A COMMENT
Advertisement