কপাল খুলবে ৩ রাশির জাতকদের।জ্যোতিষ মতে, শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করেছে রাহু। আগামী দেড় বছর ওই নক্ষত্রেই অবস্থান করবে রাহু। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির। জেনে নিন...
বৃষ রাশি (Taurus):
বৃষ রাশির জাতকদের জন্য ভাল সময়। চাকরিতে সাফল্য আসবে। ব্যবসায়ীরা বিরাট উন্নতি করবেন। অর্থলাভের সুযোগ রয়েছে। সব বাধা কেটে যাবে।
মিথুন রাশি (Gemini):
লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। ধনলাভের যোগ রয়েছে। চাকরিতে সাফল্য আসবে। দাম্পত্য জীবন মধুর হবে।
মকর রাশি (Capricorn):
ভাগ্যোদয় হবে মকর রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ জুলাই রাশি বদলাবে শুক্র। সিংহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। শুক্রের গোচরে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং মিথুন রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৫ অগস্ট সিংহ রাশিতে উল্টো পথে ঘুরবে বুধ। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিশেষ পরিবর্তন। লাভবান হবেন সিংহ, কর্কট এবং ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ। যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, অগস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। আগামী ১৬ অগস্ট সূর্যের গোচর হবে। ওই রাশিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সূর্য। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, সিংহ রাশিতে রয়েছে বুধ। আগামী ২২ অগস্ট উল্টো পথে হেঁটে কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এরপরে ২৯ অগস্ট কর্কট রাশিতে মার্গী হবে বুধ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা।