Vastu Tips: গোলমরিচ থেকে সর্ষের তেল, হাত থেকে এই ৫ জিনিস পড়ে যাওয়া অশুভ

Vastu Tips: অনেকসময়ই কোনও কাজ করার সময় বা তাড়াহুড়োতে হাত থেকে জিনিস পড়ে যাওয়া খুবই সাধারণ বিষয়। তবে এর সঙ্গে জ্যোতিষ যোগ রয়েছে। বলা হয়ে থাকে যে কোনও জিনিস হাত থেকে পড়ে যাওয়া অশুভ ইঙ্গিত নিয়ে আসে। তাই এই জিনিসগুলি হাত থেকে পড়ে গেলে বুঝতে হবে যে কোনও খারাপ কিছু ঘটতে চলেছে।

Advertisement
গোলমরিচ থেকে সর্ষের তেল, হাত থেকে এই ৫ জিনিস পড়ে যাওয়া অশুভবাস্তু টিপস
হাইলাইটস
  • অনেকসময়ই কোনও কাজ করার সময় বা তাড়াহুড়োতে হাত থেকে জিনিস পড়ে যাওয়া খুবই সাধারণ বিষয়।

অনেকসময়ই কোনও কাজ করার সময় বা তাড়াহুড়োতে হাত থেকে জিনিস পড়ে যাওয়া খুবই সাধারণ বিষয়। তবে এর সঙ্গে জ্যোতিষ যোগ রয়েছে। বলা হয়ে থাকে যে কোনও জিনিস হাত থেকে পড়ে যাওয়া অশুভ ইঙ্গিত নিয়ে আসে। তাই এই জিনিসগুলি হাত থেকে পড়ে গেলে বুঝতে হবে যে কোনও খারাপ কিছু ঘটতে চলেছে। সুতরাং জেনে নিন কোন কোন জিনিস হাত থেকে পড়ে যাওয়া অশুভ। 

জলভর্তি গ্লাস হাত থেকে পড়া
বাস্তুশাস্ত্র অনুসারে আচমকা হাত থেকে জলভর্তি গ্লাস পড়ে যাওয়া খুবই অশুভ। যার হাত থেকে জলের গ্লাস পড়ে যায়, শিগগিরই তাঁর শরীর খারাপ হতে চলেছে বলে আশঙ্কা করা হয়। নানা ধরনের অসুখে আক্রান্ত হওয়ার ইঙ্গিত দেয় হাত থেকে জলের গ্লাস পড়ে যাওয়ার ঘটনা।

সর্ষের তেল পড়ে যাওয়া
বাস্তুশাস্ত্র বলছে সর্ষের তেল পড়ে যাওয়াও অমঙ্গলের চিহ্ন বহন করে। যে সংসারে এমন ঘটনা ঘটে, সেই সংসার ঋণের দায়ে জড়িয়ে পড়তে পারে। সর্ষের তেল নষ্ট হওয়া সংসারে অলক্ষ্মীর প্রবেশের ইঙ্গিত বহন করে আনে।

চাল পড়ে যাওয়া
হিন্দুধর্মে চাল বা অন্নকে মা অন্নপূর্ণার রূপ বলে মনে করা হয়। তাই চাল পড়ে যাওয়া অত্যন্ত অশুভ ইঙ্গিত। আপনার হাত থেকে যদি আচমকা চাল পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন। এর ফলে আর্থিক সংকটে জড়িয়ে পড়তে পারেন আপনি।

নুন পড়ে যাওয়া
হাত থেকে কোনও ভাবে নুন পড়ে যাওয়া সংসারে অমঙ্গলের বার্তা নিয়ে আসে। এর অর্থ নানা ধরনের সংকটে ঘিরতে চলেছে আপনার জীবন। এছাড়াও নুন পড়ে গেলে বুঝবেন যে এবার সব কাজেই ব্যর্থ হতে চলেছেন আপনি।

গোলমরিচ পড়ে যাওয়া
কারোর হাত থেকে যদি কোনও ভাবে গোল মরিচ পড়ে যায়, তাহলে ওই ব্যক্তির দুশ্চিন্তা করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ হাত থেকে গোলমরিচ পড়ে যাওয়ার অর্থ নিকট কারোর সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে চলেছে আপনার। এমনকি প্রিয় মানুষের সঙ্গে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যেতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement