বাড়িতে বাস্তুশাস্ত্র অনুযায়ী সব কিছু সঠিক জায়গায় থাকলে সব কাজেই সহজে সাফল্য পাওয়া সম্ভব হয়। আমরা সবাই সুখী, সমৃদ্ধ ও সুস্থ জীবন বাঁচতে চাই। কিন্তু অনেক সময় দেখা যায়, চেষ্টা করেও জীবনে সুখী হওয়া যায় না। কোনও না কোনও সমস্যা জীবনে লেগেই থাকে। সংসারে অশান্তির মূল কারণ হতে পারে বাস্তুদোষ। বাড়িতে বাস্তুদোষ থাকলে তার অশুভ প্রভাবে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়। জেনে নেওয়া যাক শোওয়ার ঘরের বাস্তু ঠিক কেমন হওয়া উচিত।
বেডরুম কোনদিকে থাকবে
বেডরুম বা শোওয়ার ঘরই হল আমাদের সারাদিনের পর নিশ্চিত আশ্রয়। বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে বেডরুম থাকা শুভ। শোওয়ার ঘরে ঢোকার দরজা উত্তর, পশ্চিম বা পূর্ব দিকে থাকা উচিত। বেডরুমে একের বেশি দরজা না থাকাই ভালো।
খাট কোনদিকে রাখবেন
বেডরুমের দরজার মুখোমুখি কখনও খাট রাখবেন না। শোওয়ার সময় মাথা যেন দক্ষিণ বা পূর্ব দিকে থাকে। ভুলেও উত্তর দিকে মাথা করে শোবেন না।
বেডরুমের দেওয়ালের রং
বাস্তুশাস্ত্রে রং-এর বিশেষ গুরুত্ব রয়েছে। বেডরুমের জন্য উপযুক্ত রং হল হালকা গোলাপী, ধূসর, নীল, বাদামি, সবুজ এবং অন্য যে কোনও হালকা ও পজ়িটিভ শেড।
বেডরুমে কী রাখবেন না?
-খাটের নীচে চটি বা জুতো রাখবেন না।
-বিছানার কাছে এঁটো বাসন রাখা যাবে না।
-শোওয়ার ঘরে বসে খাবার খাওয়া উচিত নয়।
-যদি খেয়েও থাকেন, তাহলে খাওয়া হয়ে গেলেই এঁটো বাসন সেখান থেকে সরিয়ে ফেলুন।
-রাতে শোওয়ার সময় মাথার কাছে বই থাকলে নেগেটিভ এনার্জি ছড়ায়
-বিছানার নীচে ভুলেও ঝাঁটা রাখা উচিত নয়।
-রাতের ঘুমের সময় বিছানার কাছে কখনোই জলের বোতল রাখবেন না।