Budh Gochar 2024: প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। যার প্রভাব পড়ে সকলের ওপর। তাছাড়াও তারা নানান রকম যোগের সৃষ্টি করে। ৫০ বছর পর বুধ গোচরেই তৈরি হল 'বিপরীত রাজযোগ’। আর এই যোগ অত্যন্ত শুভ।
রাজকুমার গ্রহ বর্তমানে কুম্ভ রাশিতে অস্তমিত অবস্থায় রয়েছে। আর এই রাশিতেই শনি, সূর্য, বুধের মিলন ঘটেছে। আর যে কারণেই তৈরি হয়েছে 'বিপরীত রাজযোগ’। এই রাজযোগ অত্যন্ত শুভ। যার প্রভাবে চলতি মাসে কেরিয়ার থেকে ব্যবসায় সাফল্যের সময় শুরু হচ্ছে, কাদের।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের উপর বিপরীত রাজযোগের শুভ প্রভাব পড়ায় তাদের মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। অর্থ উপার্জন করতে পারবেন। আপনি শেয়ার বাজার, লটারিতে বিনিয়োগ করতে পারেন। তাছাড়া যারা রিয়েল এস্টেট, সম্পত্তি, জমির ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জীবনেও শুভ সময়। এসময় মনের গুপ্ত ইচ্ছায় পূরণ হবে। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। সবসময় পরিবারের সকলের সঙ্গেই আপনি শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর এই যোগের শুভ প্রভাব থাকায় পরিবেশ অনুকূলে থাকবে। আপনার রাশির সপ্তম ঘরে এই যোগ তৈরি হবে। তাই আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায় আটকে থাকা টাকা পেয়ে যাবেন। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। এসময় মনের ইচ্ছা পূরণ হবে। আগে থেকে কোনও ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হবে আপনার। ব্যবসায় অনেক মুনাফা অর্জন করতে পারবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন। নতুন সম্পত্তি কিনতে পারেন এই রাশির জাতক জাতিকারা।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। আর্থিকদিকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানেও লাভ করতে পারবেন। এসময় বিলাসবহুল ভাবে অর্থ উপার্জন করতে পারবেন আপনি। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের। পাইকারি কোনও ব্যবসার কাজে পিছিয়ে পড়বেন না আপনারা। নিজেকে শান্ত রেখে সব কাজ করার চেষ্টা করুন। তবেই সাফল্য পাবেন।