Vishwakarma Puja 2023: নিজের গাড়ি-বাইক আছে? বিশ্বকর্মা পুজোয় এই কাজ করতে ভুলবেন না

Vishwakarma Puja 2023: প্রায় প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো পালন করা হয় ১৭ সেপ্টেম্বর। তবে কিছু কিছু বছর ব্যতিক্রম হয়। যেমন এই বছর ১৮ সেপ্টেম্বর, সোমবার পালন হবে বিশ্বকর্মা পুজো। দেবশিল্পী বিশ্বকর্মা হলেন স্বর্গের ইঞ্জিনিয়ার। তাই কর্মসূত্রে মেশিনের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা বিশ্বকর্মা পুজো করে থাকেন।

Advertisement
নিজের গাড়ি-বাইক আছে? বিশ্বকর্মা পুজোয় এই কাজ করতে ভুলবেন নাবিশ্বকর্মা পুজো ২০২৩
হাইলাইটস
  • প্রায় প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো পালন করা হয় ১৭ সেপ্টেম্বর। তবে কিছু কিছু বছর ব্যতিক্রম হয়। যেমন এই বছর ১৮ সেপ্টেম্বর, সোমবার পালন হবে বিশ্বকর্মা পুজো।

প্রায় প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো পালন করা হয় ১৭ সেপ্টেম্বর। তবে কিছু কিছু বছর ব্যতিক্রম হয়। যেমন এই বছর ১৮ সেপ্টেম্বর, সোমবার পালন হবে বিশ্বকর্মা পুজো। দেবশিল্পী বিশ্বকর্মা হলেন স্বর্গের ইঞ্জিনিয়ার। তাই কর্মসূত্রে মেশিনের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা বিশ্বকর্মা পুজো করে থাকেন। তবে যাঁদের বাইক-গাড়ি রয়েছে তাঁরাও বিশ্বকর্মা পুজোর দিন গাড়ির পুজো দিয়ে থাকেন। তাই যাঁদের নিজস্ব গাড়ি আছে, বিশ্বকর্মা পুজোয় তাঁদের কয়েকটি কাজ অবশ্যই করা উচিত। 

গাড়ি পরিষ্কার করতে ভুলবেন না
বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই নিজের গাড়ি পরিষ্কার করবেন।  যদি নিজে পরিষ্কার করার সময় না পান, তাহলে অন্য কাউকে দিয়ে, বা যেখানে গাড়ি ধোওয়া হয় সেখানে গিয়ে একদিন আগে গাড়ি পরিষ্কার করে নিন। আর বিশ্বকর্মা পুজোর দিন একটা পরিষ্কার কাপড় দিয়ে একবার গাড়ি ভালো করে মুছে নিন।

কীভাবে গাড়ির পুজো করবেন
সবে যন্ত্রে বিশ্বকর্মার বাস। তাই তাঁর পুজোর দিন আপনার গাড়িরও পুজো করুন। গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফুল, মালা ও চাল নিবেদন করে পুজো করুন। লাল ও হলুদ সুতোয় একটি সুপারি জড়িয়ে নিয়ে সেটি হাতে নিয়ে আপনার গাড়িকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য বিশ্বকর্মা দেবের কাছে প্রার্থনা করুন। এর ফলে আপনার গাড়িতে কোনও অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয়।

এদিন গাড়ি বের করবেন না 
সম্ভব হলে বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি বের করবেন না। সেদিন আপনার গাড়িকে বিশ্রাম দিন।

অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না
বিশ্বকর্মা পুজোর দিন আপনার গাড়ি ভুলেও আর কাউকে ব্যবহার করতে দেবেন না। একে অশুভ বলে মনে করা হয়। এর ফলে গাড়ি নিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে।

পুজো করার সময় ইঞ্জিন স্টার্ট করিয়ে নেবেন
মনে রাখবেন গাড়ির পুজো করার সময় ইঞ্জিন একবার স্টার্ট দিয়ে নেবেন এবং বিশ্বকর্মার কাছে গাড়ি ভালো রাখার জন্য প্রার্থনা করবেন। এর ফলে আপনার গাড়ি কখনও মাঝরাস্তায় বিগড়ে গিয়ে আপনাকে সমস্যার মধ্যে ফেলবে না বলে প্রচলিত বিশ্বাস।

Advertisement

 

POST A COMMENT
Advertisement