Weekly Horoscope 15 to 21 September 2025: সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ শুরুতেই একগুচ্ছ মহাজাগতিক পরিবর্তন। ১৫ সেপ্টেম্বর শুক্র প্রবেশ করবেন সিংহ রাশিতে। কেতুর সঙ্গে যুগলবন্দি তৈরি করবেন। এদিকে, বুধ ঢুকবেন নিজ রাশি, অর্থাৎ কন্যায়। দু’দিন পর, ১৭ সেপ্টেম্বর সূর্যও প্রবেশ করবেন কন্যা রাশিতে। এর ফলে তৈরি হবে শুভ বুধাদিত্য যোগ। পাশাপাশি গজকেশরী, দ্বিদ্বাদশ, ত্রিএকাদশ ও দশাংশ, এমন নানা শুভ যোগও সক্রিয় থাকবে। ফলে সপ্তাহটা একাধিক রাশির জন্য বেশ ভাল হতে পারে। চলুন দেখে নেওয়া যাক, এই সপ্তাহে কোন রাশির জীবনে কী পরিবর্তন আসতে চলেছে(Bengali Horoscope 15–21 September 2025)।
মেষ
মনের ভেতর একটা অস্থিরতা কাজ করবে। তবে যেই মুহূর্তে কিছু করার সিদ্ধান্ত নেবেন, সেই মুহূর্তেই দেখবেন কাজটা সহজ হয়ে যাবে। তাই মনের জোর রাখুন। অফিসে বসের প্রশংসা পাবেন। এতে সপ্তাহের মাঝামাঝি আত্মবিশ্বাস বাড়াবে। টাকার সমস্যা চলছিল, সপ্তাহের মাঝামাঝি তার খানিকটা সমাধান পাবেন। সপ্তাহের শেষে নিজেকে সময় দিলে শান্তি পাবেন।
বৃষ
সপ্তাহটা ধীর গতিতে এগোলেও শুভই বলা যায়। কাজের চাপ বাড়বে, কিন্তু মুনাফাও কম হবে না। টাকাপয়সার বিষয়ে তাড়াহুড়ো করবেন না। পরিবারের কারও কথাই আপনার ভরসা জোগাবে। শেষদিকে মনের ভেতর শান্তি ও স্থিরতা আসবে।
মিথুন
আপনার কথার জোরেই পরিস্থিতি বদলে যাবে। টিমওয়ার্ক ভালো ফল দেবে। পুরনো মনোমালিন্য মিটবে। সপ্তাহের শেষে মনে হবে অনেকটা হালকা, নতুন স্বপ্নও উঁকি দেবে।
কর্কট
পুরনো দুশ্চিন্তা কাটাতে পারবেন। অন্তর্জ্ঞানই এই সপ্তাহে বড় শক্তি। টাকা ও কাজ— দু’দিকেই ভালো খবর আছে। আবেগ ভাগ করে নিলে সম্পর্ক গাঢ় হবে। সপ্তাহান্তে শান্তি আসবে জীবনে।
সিংহ
আত্মমূল্যায়ন দিয়ে সপ্তাহ শুরু। মাঝ সপ্তাহে সৃজনশীলতা ও নতুন সুযোগ মিলবে। সম্পর্কেও স্বচ্ছতা দরকার। সপ্তাহান্তে আত্মবিশ্বাস ফিরবে।
কন্যা
মানসিক তৃপ্তি কী জানেন? এক কথায় বললে, এই সপ্তাহজুড়ে সেই অনুভূতিটাই পাবেন। কাজ ধীরে হলেও ফল দেবে। আর্থিক বা কাজ সংক্রান্ত শুভ সংবাদ আসবে। সপ্তাহান্তে গর্ব ও মানসিক শান্তি পাবেন।
তুলা
সম্পর্ক এই সপ্তাহে বড় ভূমিকা নেবে। প্রেম থেকে পরিবার— সব সম্পর্কেই গভীরতা আসবে। কাজে টিমওয়ার্কে সাফল্য আসবে। সপ্তাহের শেষে মিলবে সহযোগিতা ও সৌহার্দ্য।
বৃশ্চিক
দৃঢ়তাই এই সপ্তাহের মূল চাবিকাঠি। ধীরে ধীরে টাকাপয়সা সংক্রান্ত সমস্ত জট খুলে যাবে। কারও না কারও কাছ থেকে সঠিক দিশা পাবেন। সপ্তাহান্তে নতুন কিছু শুরু করার সাহস পাবেন।
ধনু
নতুন কিছু জানার তাগিদ বাড়বে। পড়াশোনা, ভ্রমণ বা নতুন আইডিয়া— সবই আপনাকে উজ্জীবিত করবে। কাজ ও টাকায় হঠাৎ সুযোগ আসতে পারে। সম্পর্কও উষ্ণ হবে।
মকর
ধৈর্য আর পরিশ্রম করছেন। এই সপ্তাহে তার ফল মিলবে। কাজ ও অর্থে উন্নতি আসবে। পরিবারে কৃতজ্ঞতা প্রকাশ করলে সম্পর্ক আরও মধুর হবে। সপ্তাহান্তে মিলবে স্থিরতা।
কুম্ভ
মনের ভেতর নতুন চিন্তা জাগবে। সৃজনশীলতাকে কাজে লাগান। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথা বলুন। কর্মস্থলে রাজনীতি এড়িয়ে চলুন। সপ্তাহান্তে মন পরিষ্কার ও সতেজ লাগবে।
মীন
এই সপ্তাহটা আপনার জন্য় ভালই। পরিবার ও প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পাবেন। কাজেও অগ্রগতি হবে। পুরনো স্মৃতি মনে জাগাবে সৃজনশীলতা। সপ্তাহান্তে বুক ভরা আশা নিয়ে এগিয়ে যাবেন।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।