scorecardresearch
 
Advertisement
স্পেশাল

সবচেয়ে বেশি প্রাণীর ডাক নকল করে অমর হতে চান শিলিগুড়ির বলরাম সিংহ হরবোলা

বলরাম সিংহ হরবোলা
  • 1/9

অসাধারণ এক প্রতিভা ! গলা দিয়ে ডাকতে পারেন বিভিন্ন পশু পাখির ডাক। অবিকল যেন সেই পশু বা পাখি ডাকছে। চোখে না দেখে শুধু কানে শুনলে কারও ধরার সাধ্য নেই যে, পশু-পাখির ডাকগুলো মানুষের গলা।

বলরাম সিংহ হরবোলা
  • 2/9

সব মিলিয়ে বর্তমানে প্রায় ৩০ থেকে ৪০টি পশু পাখির ডাক ডাকতে পারেন। তবে বর্তমানে আরও বেশ কয়েকটি ডাক শেখার চেষ্টা করছেন রানিডাঙার বাসিন্দা বলরাম সিংহ।

বলরাম সিংহ হরবোলা
  • 3/9

বলরাম বাবু পেশায় একজন কেবল অপারেটর। তার পাশাপাশি তিনি আঁকা স্কুল চালান। বলরাম বাবু তার বাবা-মা, স্ত্রী ও তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে তাদের পরিবার।

Advertisement
বলরাম সিংহ হরবোলা
  • 4/9

প্রথমে তিনি শিস বাজাতেন শুধু। তারপর ধীরে ধীরে তার মাথায় আসে যে পশু-পাখির ডাক চেষ্টা করা যাক। এরপর আস্তে আস্তে সে মোট ৬০ টি পশু পাখির ডাক ডাকতে শিখলেন।

বলরাম সিংহ হরবোলা
  • 5/9

তবে কর্মব্যস্ত জীবন ও সংসারের চাপে এখন ৬০টি না পারলেও ৪০টির মত পশু পাখির ডাক ডাকতে পারেন তিনি। পরিচর্যা চালান যতটুকু সময় পান।

বলরাম সিংহ হরবোলা
  • 6/9

তবে তার এই প্রতিভাকে একদম হারিয়ে যেতে দেননি। এখনও তার এই অসাধারণ প্রতিভাকে ধরে রাখতে সব কিছুর মধ্যে যেন কিছু সময় তার তোলা থাকে।

বলরাম সিংহ হরবোলা
  • 7/9

বলরাম বাবু যখন ক্লাস ৫-এ পড়তেন তখন থেকে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করার সময়, বিভিন্ন পশু-পাখির ডাক শুনতেন ও সেভাবে ডাকার চেষ্টা করতেন তিনি। এইভাবেই বিভিন্ন পশু-পাখির ডাক তিনি ডাকতে পারেন। এখন বর্তমানে ট্রেনের আওয়াজ করা প্র‍্যাক্টিস করছেন।

Advertisement
বলরাম সিংহ হরবোলা
  • 8/9

তিনি উত্তরবঙ্গ উৎসব ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার এই প্রতিভা ব্যক্ত করেছেন। ও বেশ কিছু পুরষ্কারও অর্জন করেন। আরও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তার। ডাক পেলে অবশ্যই যাবেন তিনি।

 

বলরাম সিংহ হরবোলা
  • 9/9

বলরামবাবু জানান, এটি আমার শখ। আমি কুকুর বেড়াল, মুরগি, কোকিল বিভিন্ন পশু-পাখির ডাক ডাকতে পারি। পশু পাখির ডাক ছাড়াও বেশ কিছু শব্দ করার চেষ্টায় আছি। আগামীতে আরও ভালো কিছু করতে চাই।

Advertisement