অসাধারণ এক প্রতিভা ! গলা দিয়ে ডাকতে পারেন বিভিন্ন পশু পাখির ডাক। অবিকল যেন সেই পশু বা পাখি ডাকছে। চোখে না দেখে শুধু কানে শুনলে কারও ধরার সাধ্য নেই যে, পশু-পাখির ডাকগুলো মানুষের গলা।
সব মিলিয়ে বর্তমানে প্রায় ৩০ থেকে ৪০টি পশু পাখির ডাক ডাকতে পারেন। তবে বর্তমানে আরও বেশ কয়েকটি ডাক শেখার চেষ্টা করছেন রানিডাঙার বাসিন্দা বলরাম সিংহ।
বলরাম বাবু পেশায় একজন কেবল অপারেটর। তার পাশাপাশি তিনি আঁকা স্কুল চালান। বলরাম বাবু তার বাবা-মা, স্ত্রী ও তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে তাদের পরিবার।
প্রথমে তিনি শিস বাজাতেন শুধু। তারপর ধীরে ধীরে তার মাথায় আসে যে পশু-পাখির ডাক চেষ্টা করা যাক। এরপর আস্তে আস্তে সে মোট ৬০ টি পশু পাখির ডাক ডাকতে শিখলেন।
তবে কর্মব্যস্ত জীবন ও সংসারের চাপে এখন ৬০টি না পারলেও ৪০টির মত পশু পাখির ডাক ডাকতে পারেন তিনি। পরিচর্যা চালান যতটুকু সময় পান।
তবে তার এই প্রতিভাকে একদম হারিয়ে যেতে দেননি। এখনও তার এই অসাধারণ প্রতিভাকে ধরে রাখতে সব কিছুর মধ্যে যেন কিছু সময় তার তোলা থাকে।
বলরাম বাবু যখন ক্লাস ৫-এ পড়তেন তখন থেকে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করার সময়, বিভিন্ন পশু-পাখির ডাক শুনতেন ও সেভাবে ডাকার চেষ্টা করতেন তিনি। এইভাবেই বিভিন্ন পশু-পাখির ডাক তিনি ডাকতে পারেন। এখন বর্তমানে ট্রেনের আওয়াজ করা প্র্যাক্টিস করছেন।
তিনি উত্তরবঙ্গ উৎসব ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার এই প্রতিভা ব্যক্ত করেছেন। ও বেশ কিছু পুরষ্কারও অর্জন করেন। আরও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তার। ডাক পেলে অবশ্যই যাবেন তিনি।