scorecardresearch
 
Advertisement
স্পেশাল

Chandra Grahan 2022: ভারত-সহ সারা বিশ্বে কেমন হল চন্দ্রগ্রহণ? দেখুন PHOTOS

Chandra Grahan
  • 1/9

Chandra Grahan 2022: বছরের শেষ চন্দ্রগ্রহণ শেষ হয়েছে। ৮ নভেম্বর ভারত, চিন, জাপান, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চন্দ্রগ্রহণের দৃশ্য দেখা গেছে। ভারতে সবার প্রথমে অরুণাচল প্রদেশের ইটানগরে চন্দ্রগ্রহণ দেখা গেছে। এর পর কলকাতা, পাটনা, রাঁচি ও লখনউয়ের মতো বড় বড় শহরে মানুষ চন্দ্রগ্রহণ দেখতে পান। এ সময় দেশ-বিদেশের অনেকেই তাদের ক্যামেরায় চন্দ্রগ্রহণের ছবি বন্দি করেন।
 

 
 

 

 

Chandra Grahan
  • 2/9

পাটনা- চন্দ্রগ্রহণের এই ছবি তোলা হয়েছে বিহারের রাজধানী পাটনা থেকে। এই ছবিতে চাঁদকে পৃথিবীর ছায়ায় ঢাকা দেখা যাচ্ছে। 
 

 
 

 

 

Chandra Grahan
  • 3/9

গুয়াহাটি- আসামের গুয়াহাটি থেকেও চন্দ্রগ্রহণের একই ছবি বেরিয়েছে। এখানে চন্দ্রোদয়ের পাশাপাশি মানুষ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখেছে। 
 

 
 

 

 

Advertisement
Chandra Grahan
  • 4/9

লখনউ- উত্তরপ্রদেশের রাজধানী লখনউতেও সন্ধ্যায় টেলিস্কোপের সাহায্যে চন্দ্রগ্রহণ দেখতে পেলেন মানুষ। 

 
 

 

 

Chandra Grahan
  • 5/9

অস্ট্রেলিয়া- পূর্ণ চন্দ্রগ্রহণের এই সুন্দর ছবি এসেছে অস্ট্রেলিয়া থেকে। পূর্ণ চন্দ্রগ্রহণের সময়, চাঁদ পৃথিবীর ছায়ায় চলে যায়। এই সময় চাঁদ সম্পূর্ণ লাল দেখায়। একে ব্লাড মুনও বলা হয়।

 
 

 

 

Chandra Grahan
  • 6/9

চিন- বছরের শেষ চন্দ্রগ্রহণের এই সুন্দর ছবি এসেছে চিন থেকে। এখানেও মানুষ সন্ধ্যার সময় চন্দ্রগ্রহণের দৃশ্য দেখেছে। 
 

 
 

 

 

Chandra Grahan
  • 7/9

জাপান- অন্ধকার রাতে দুধের মতো জ্বলজ্বল করা চাঁদের ছবিটি জাপান থেকে তোলা । এখানেও মানুষ চন্দ্রগ্রহণ দেখেছে। 
 

 
 

 

 

Advertisement
Chandra Grahan
  • 8/9

আমেরিকা- বছরের শেষ চন্দ্রগ্রহণের এই ছবিটি আমেরিকার ওয়াশিংটন থেকে তোলা।

 
 

 

 

Chandra Grahan
  • 9/9

ভেনেজুয়েলা - ৮ নভেম্বর চন্দ্রগ্রহণের এই ছবিটি ভেনিজুয়েলা থেকে তোলা হয়েছে।

 
 

 

 

Advertisement