scorecardresearch
 
Advertisement
স্পেশাল

অতিমারীর মার! বছর ৮০-র বৃদ্ধর কান্নায় একজোট দিল্লির জনতা

baba ka dhhaba
  • 1/6

দিলওয়ালো কা দিল্লি ফের একবার তার শহরের মানুষের পাশে দাঁড়াতে সক্ষম। হাসি ফিরেছে দম্পতির মুখে। ১.৭ মিলিয়ন মানুষ দেখেছিল সেই কান্নার ভিডিয়ো। পাশে দাঁড়িয়েছিল রণদীপ হুডা, রবিনা ট্যান্ডনের মতো তারকারা। 


 

baba ka dhaba 1
  • 2/6

দিল্লির মালব্য নগরের এই বৃদ্ধের কান্না ভেজা চোখ মন গলাল নেটিজেনদের। টুইটার ক্যাম্পেনের পর এদিন সকালে দোকানের সামনে খাবার কেনার লম্বা লাইন পড়ল। 
 

baba ka dhaba 2
  • 3/6

করোনার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য হোম আইসোলেশনে দেশের জনগণ। রাস্তার পাশের দোকানের চটকদার খাবার খাওয়া, ঘুরতে যাওয়া সবই প্রায় বন্ধ। লকডাউন খুললেও বাকিটা ছন্দে ফিরতে ঢের দেরি। তাতেই মাথায় হাত সকলের। 

Advertisement
baba ka dhaba 3
  • 4/6

এদিন এমনই এক ছবি দেখা দিল দিল্লির বাবা কা ঢাবা-য়। বছর ৮০-র এক বৃদ্ধ দম্পতি ১৯৮৮ সাল থেকে একটি ঢাবা চালাচ্ছে। কিন্তু করোনার প্রকোপে লকডাউন ঘুললেও খাবার কেনার খদ্দের নেই। 

baba ka dhaba 4
  • 5/6

দুবেলার অন্ন সংস্থান করতে মাথায় হাত তাদের। এই কঠিন সময়েই পাশে দাঁড়াল সোশাল মিডিয়া। 

baba ka dhaba 5
  • 6/6

দোকানের সামনে লম্বা লাইন দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না বৃদ্ধ দম্পতির। তবে এতদিন মুখে ঠোঁটের কোনে হাসিটা অমলিন। পেট ভরে পরিবারকে খাওয়াতে পারবেন যে। দিল্লির মানুষ তাদের পরম আত্মীয়তার পরিচয় দিল আবারও। 

Advertisement