বছরের প্রথম সূর্যগ্রহণ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন আমেরিকা, কানাডা, রাশিয়া-গ্রিনল্যান্ডের মানুষরা।
ভারতীয় সময় বেলা ১টা ৪২ মিনিটে শুরু হয়েছে গ্রহণ। শেষ হবে সন্ধে ৬টা ৪১ মিনিটে। এ বারের গ্রহণকে বলা হচ্ছে রিং অফ ফায়ার (Ring Of Fire).
ম্যানহাটনের হাইরাইজের মাঝে প্রকৃতি আপন খেয়ালে চলছে। সূর্যগ্রহণ দেখার জন্য বহু মানুষ ক্যামেরা-দূরবীন নিয়ে অপেক্ষায় ছিলেন।
তবে বেশিরভাগ মানুষই বাড়ির বাগান বা ছাদ থেকেই এই দৃশ্য দেখেছেন। করোনা মহামারীর জন্য সোশাল দূরত্ব বজায় রেখেছিলেন তাঁরা।