Hindu Festival List 2026: ২০২৬ সালের কবে কোন ব্রত-উৎসব, এক নজরে দেখে নিন গোটা বছরের তালিকা

Hindu Festival List 2026: বছরের শুরু থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ ব্রত ও উৎসব পড়েছে নির্দিষ্ট দিনে। তাই আগেভাগেই প্রস্তুতি নিতে অনেকেই খোঁজ করছেন। কবে হোলি, কবে দুর্গাপুজো, কবে দীপাবলি। সেই কথা মাথায় রেখেই ২০২৬ সালের প্রধান হিন্দু ব্রত ও উৎসবের দিন-তারিখ তুলে ধরা হল।

Advertisement
২০২৬ সালের কবে কোন ব্রত-উৎসব, এক নজরে দেখে নিন গোটা বছরের তালিকা২০২৬ সালের কবে কোন ব্রত-উৎসব, এক নজরে দেখে নিন গোটা বছরের তালিকা

Hindu Festival List 2026: নতুন বছর ২০২৬ জ্যোতিষ ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বছরের শুরু থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ ব্রত ও উৎসব পড়েছে নির্দিষ্ট দিনে। তাই আগেভাগেই প্রস্তুতি নিতে অনেকেই খোঁজ করছেন। কবে হোলি, কবে দুর্গাপুজো, কবে দীপাবলি। সেই কথা মাথায় রেখেই ২০২৬ সালের প্রধান হিন্দু ব্রত ও উৎসবের দিন-তারিখ তুলে ধরা হল।

লোহরি- বুধবার, ১৪ জানুয়ারি
উত্তর ভারতের জনপ্রিয় লোকউৎসব লোহড়ি মূলত পাঞ্জাব ও হরিয়ানায় ধুমধাম করে পালিত হয়। আগুন জ্বালিয়ে তাতে তিল, গুড়, চিনেবাদাম অর্পণ করে গান-নাচে মেতে ওঠেন মানুষ।

হোলি- বুধবার, ৪ মার্চ
৩ মার্চ হবে হোলিকা দহন এবং ৪ মার্চ রঙের উৎসব হোলি। প্রহ্লাদ ও হোলিকার পৌরাণিক কাহিনি থেকেই এই উৎসবের সূচনা বলে মনে করা হয়।

বসন্ত ও গ্রীষ্মের ব্রত-উৎসব
চৈত্র নবরাত্রি-শুক্রবার, ২০ মার্চ থেকে
মা দুর্গার নয় রূপের আরাধনায় ভরে উঠবে এই নয় দিন। অষ্টমী ও নবমীতে কন্যাপুজোর মধ্য দিয়ে নবরাত্রির সমাপ্তি।

অক্ষয় তৃতীয়া-সোমবার, ২০ এপ্রিল
দান, পূণ্যকর্ম ও নতুন কাজ শুরু করার জন্য অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত শুভ দিন বলে মানা হয়। সোনা-রুপো কেনার ধুম থাকে এই দিনে।

নির্জলা একাদশী-বৃহস্পতিবার, ২৫ জুন
সবচেয়ে কঠিন অথচ পুণ্যদায়ক একাদশী। জল না খেয়ে উপবাস করাই এই ব্রতের বিশেষত্ব।

দেবশয়নী একাদশী-শনিবার, ২৫ জুলাই
এই দিন থেকেই চার মাসের জন্য ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান। ফলে সমস্ত শুভ কাজ সাময়িকভাবে বন্ধ থাকে।

বর্ষা থেকে শরতের উৎসব
রক্ষাবন্ধন-শুক্রবার, ২৮ আগস্ট
ভাই-বোনের অটুট সম্পর্কের প্রতীক রাখিবন্ধন পালিত হয় শ্রাবণ পূর্ণিমায়।

জন্মাষ্টমী-শুক্রবার, ৪ সেপ্টেম্বর
ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীতে মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালিত হয়।

পিতৃপক্ষ-২৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর
এই সময়ে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ ও শ্রাদ্ধ কর্ম করা হয়।

শারদীয়া নবরাত্রি-রবিবার, ১১ অক্টোবর থেকে
দুর্গাপুজোর সূচনা এই দিন থেকেই। নয় দিন ধরে মা দুর্গার আরাধনা।

দশহরা-মঙ্গলবার, ২০ অক্টোবর
অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক বিজয়াদশমী।

Advertisement

করওয়া চৌথ-বৃহস্পতিবার, ২৯ অক্টোবর
স্বামীর দীর্ঘায়ু কামনায় বিবাহিত মহিলারা নির্জলা উপবাস পালন করেন।

ধনতেরাস-শুক্রবার, ৬ নভেম্বর
ধন্বন্তরি ও কুবের পূজার দিন। সোনা, রুপো কেনার শুভ সময়।

নরক চতুর্দশী-শনিবার, ৭ নভেম্বর
ছোট দীপাবলি নামেও পরিচিত। যমদীপ দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে।

দীপাবলি-রবিবার, ৮ নভেম্বর
মা লক্ষ্মী ও গণেশ পূজার মাধ্যমে ঘরে সুখ-সমৃদ্ধির কামনা।

গোবর্ধন পুজো-মঙ্গলবার, ১০ নভেম্বর
শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ লীলার স্মরণে এই পুজো।

ভাইফোঁটা-বুধবার, ১১ নভেম্বর
বোনের আশীর্বাদ ও ভাইয়ের সুরক্ষার বন্ধনে পালিত হয় এই উৎসব।

দেবউত্থানি একাদশী-শুক্রবার, ২০ নভেম্বর
এই দিন থেকেই ফের শুরু হয় সমস্ত শুভ-মাঙ্গলিক কাজ।

 

POST A COMMENT
Advertisement