২১ ফেব্রুয়ারি বাঙালির কাছে এক গৌরবোজ্জ্বল দিন। আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস আমাদের মানে বাঙালিদের জন্য একটি বিশেষ দিন । এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলা কে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি । আর এই বিশাল অর্জনের পিছনে ছিলো বহু বাঙালির প্রান বিসর্জন । তাদের মধ্যে অন্যতম ছিলেন সালাম, রফিক, জাব্বার, বরকত সহ আরো অনেকে । এই দিনটি বাংলাদেশে শহিদ দিবস হিসেবে পরিচিত। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২০১০ সালের পর থেকে রাষ্ট্রসংঘও ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন ক
রে আসছে।
একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে বাংলা ভাষায় কথা বলা সকল মানুষের জন্য একটি গৌরবময় দিন। এই দিন আপনি আপনার প্রিয়জন, আত্মীয় ও বন্ধুদের বাংলায় শুভেচ্ছা পাঠাতে পারেন। অমর একুশে উপলক্ষে এসএমএস, ফেবসুক, হোয়াটসঅ্যাপে এই শুভেচ্ছাবার্তাগুলি আপনি পাঠাতে পারেন।
২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা ও স্টেটাস
১.'আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি...?'
২.আমার ভাষা, আমার মায়ের ভাষা, গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।
৩.উজ্জীবিত হোন মাতৃভাষায়। শুভ হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস!
৪.এসো প্রাণের ভাষায় কথা বলি প্রান খুলে! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
৫.একুশ আমার গর্ব, একুশ আমার অহঙ্কার।
বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।
কয়জনই বা পারে ভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে?
এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত।”
৬.ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
ফাল্গুণ মানে ভাষার মেলা
আমার তোমার সবার।
সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
৭.যদি এই ভাষাটা না থাকতো
তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা।
৮.রক্তে লিখা একটি দিন,
নাম তার ২১শে ফেব্রুয়ারি।
শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,
জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।
বাকি ৩৬৪দিন শহীদ মিনার
কাটে যে অবহেলায়।
আজ তুই জবাব দে মা,
যাদের জন্য জবাফুল হল লাল।
রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,
১দিন স্মরণ করে কি শোধ হবে,
৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।
৯.“কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়। প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।”
১০.“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।”
১১.বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি। বাংলা ভাষা তা হোক আঞ্চলিক বা প্রমিত। বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
১২.ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একইসাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
১৩.কারো দানে পাওয়া নয়, রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা!
১৪. প্রানটা জুড়িয়ে যায় – যখন শুনি গ্রাম বাংলার গান। কি মধুর বাংলা গানের সুর। মন ভরে যায়, তাঁদের জন্য – যারা জীবন করেছে দান ভাষার জন্য।