Miss Universe India Manika Viswakarma: মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কালো ড্রেসে আগুন ঝরালেন মিস ইন্ডিয়া মনিকা, দেখুন...

ছবিতে মনিকার পরনে ছিল ড্রেপিং স্টাইলে কালো স্কার্ট, তার সঙ্গে কালো-সোনালি রঙের ব্রালেট এবং সোনালি নকশায় তৈরি একটি জ্যাকেট। চুল বাঁধা ছিল পরিপাটি পনিটেলে, কানে ফুটে ওঠেছিল ফুলের দুল। সঙ্গে মানানসই কালো হিল মিলিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছিল তাঁর সাজ।

Advertisement
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কালো ড্রেসে আগুন ঝরালেন মিস ইন্ডিয়া মনিকা, দেখুন...

Miss Universe India Manika Viswakarma: থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন মাত্র ২২ বছর বয়সী মনিকা বিশ্বকর্মা। প্রতিযোগিতার শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি যথেষ্ট সাড়া ফেলেছে। সম্প্রতি তিনি একটি কালো পোশাকে কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তে মন কেড়েছে অনুরাগীদের।

ছবিতে মনিকার পরনে ছিল ড্রেপিং স্টাইলে কালো স্কার্ট, তার সঙ্গে কালো-সোনালি রঙের ব্রালেট এবং সোনালি নকশায় তৈরি একটি জ্যাকেট। চুল বাঁধা ছিল পরিপাটি পনিটেলে, কানে ফুটে ওঠেছিল ফুলের দুল। সঙ্গে মানানসই কালো হিল মিলিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছিল তাঁর সাজ।

মেকআপেও ছিল নাটকীয় ছোঁয়া। গাঢ় কালো আইলাইনার, কাজল, ভলিউম যুক্ত চোখের পাতা এবং তার সঙ্গে ন্যুড গ্লসি লিপস্টিক। গালে হালকা ব্লাশ, হাইলাইটার আর শিমারি আইশ্যাডো তাঁর পুরো লুককে আরও সঙ্গত করেছে।

মিস ইউনিভার্স ইন্ডিয়া

রাজস্থানের মেয়ে মনিকা ২০২৪ সালে মিস ইউনিভার্স রাজস্থান খেতাব জেতেন। এরপর ২০২৫ সালের অগস্টে জয় করেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর মুকুট। ২১ নভেম্বর থাইল্যান্ডে আয়োজিত হতে চলা মিস ইউনিভার্স ২০২৫ মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করবেন তিনিই। জয়পুরে আয়োজিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে তাঁকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ রিয়া সিং। উত্তরপ্রদেশ এবং হরিয়ানার প্রতিযোগীরা রানার-আপ হন।

পড়াশোনায় মানিকা বর্তমানে দিল্লিতে থেকে রাজনৈতিক বিজ্ঞান এবং অর্থনীতির স্নাতক শেষ বর্ষে অধ্যয়ন করছেন। তিনি প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং প্রতিভাবান চিত্রশিল্পী, যার স্বীকৃতি দিয়েছে ললিত কলা অ্যাকাডেমি ও জে জে স্কুল অফ আর্টস-এর মতো প্রতিষ্ঠান।

সামাজিক ক্ষেত্রেও তাঁর সক্রিয়তা উল্লেখযোগ্য। তিনি প্রতিষ্ঠা করেছেন নিউরোনোভা। একটি উদ্যোগ যা নিউরোডাইভারজেন্স সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিতে কাজ করছে। মানিকার মতে, ADHD-র মতো অবস্থা কোনও অক্ষমতা নয়, বরং বিশেষ ক্ষমতার পরিচয়।

Advertisement

মঞ্চে বুদ্ধিদীপ্ত মন্তব্য আর গভীর চিন্তাধারাই তাঁকে সবার নজরে এনেছে। বিশেষ করে, দারিদ্র্য মোকাবিলায় সরাসরি আর্থিক সহায়তার বদলে নারীদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার তত্ত্ব বিচারকদের মন জিতে নেয়।

২১ নভেম্বরের মূল মঞ্চে মানিকা এখন অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে উঠে এসেছেন। আত্মবিশ্বাস, স্বাভাবিক ব্যক্তিত্ব আর সৌন্দর্যে আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ইতিমধ্যেই।

 

POST A COMMENT
Advertisement