scorecardresearch
 

New Parliament Bhawan Video: রাজস্থানের মর্মর, ইন্দোরের অশোকচক্র; নতুন সংসদ ভবনে কী কী থাকছে? দেখুন

New Parliament Bhawan Video: ২৬ মে প্রধানমন্ত্রী নিজেদের টুইটার হ্যান্ডেলে সংসদ ভবনের নতুন বিল্ডিং এর ভিডিও শেয়ার করে দিয়েছেন। ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওতে সংসদের সৌন্দর্য এবং গ্ল্যামার দেখতে পাওয়া যাচ্ছে। এই বিল্ডিংটি দেশের আলাদা আলাদা জায়গা থেকে জিনিস এনে তৈরি করা হয়েছে. এছাড়া দেশের পুজ্য বিভিন্ন পশুপাখিরূপী ভগবানের ঝলকও দেখা যাবে। এর মধ্যে গরুর, গজ, অস্ত্র এবং মকর শামিল রয়েছে।

Advertisement
রাজস্থানের মর্মর, ইন্দোরের অশোকচক্র, নতুন সংসদ ভবনের ভিডিও টুইট PM মোদীর রাজস্থানের মর্মর, ইন্দোরের অশোকচক্র, নতুন সংসদ ভবনের ভিডিও টুইট PM মোদীর
হাইলাইটস
  • রাজস্থানের মর্মর পাথর
  • ইন্দোরের অশোকচক্র
  • নতুন সংসদ ভবনের ভিডিও টুইট

New Parliament Bhawan Video: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। তার দুদিন আগে অর্থাৎ ২৬ মে প্রধানমন্ত্রী নিজেদের টুইটার হ্যান্ডেলে সংসদ ভবনের নতুন বিল্ডিং এর ভিডিও শেয়ার করে দিয়েছেন। ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওতে সংসদের সৌন্দর্য এবং গ্ল্যামার দেখতে পাওয়া যাচ্ছে। এই বিল্ডিংটি দেশের আলাদা আলাদা জায়গা থেকে জিনিস এনে তৈরি করা হয়েছে. এছাড়া দেশের পুজ্য বিভিন্ন পশুপাখিরূপী ভগবানের ঝলকও দেখা যাবে। এর মধ্যে গরুর, গজ, অস্ত্র এবং মকর শামিল রয়েছে। এছাড়া ভবনের ৩ দ্বার বানানো হয়েছে। যার নাম দেওয়া হয়েছে জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার। এই ইমারতটিতে ভারতের ইতিহাস থেকে আধুনিক পর্যন্ত সফরের ঝলক দেখা যাবে। এই ইমারতে একটি সংবিধান হল, একটি লাউঞ্জ, একটি লাইব্রেরি, একটি ডাইনিং হল এবং পার্কিংয়ের জায়গাও হবে। গণতন্ত্রের মন্দিরের নির্মাণের জন্য গোটা দেশে বিভিন্ন মূল্যবান এবং ঐতিহ্যশালী সামগ্রী রাখা হয়েছে. যা এক ভারত, শ্রেষ্ঠ ভারত এর ভাবনা থেকে করা হয়েছে।

রাজস্থানের মর্মর, ইন্দোরের অশোকচক্র

আরও পড়ুনঃ 

আসুন জেনে নিই, সংসদ ভবন বানানোর জন্য কোনও প্রদেশ থেকে কোনও জিনিস আনা হয়েছে। কিন্তু তার আগে দেখেনিই যে ভিডিওতে প্রধানমন্ত্রী টুইট করেছেন।

১. নতুন সংসদ ফোনে নাগপুর থেকে সেগুন কাঠ আনা হয়েছে।

Advertisement

২. রাজস্থানের সরমথুরা থেকে লাল এবং সাদা পাথর ব্যবহার করা হয়েছে।

নতুন সংসদ ভবনে কী কী থাকছে? দেখুন

৩. উত্তরপ্রদেশের মির্জাপুরের শতরঞ্জি ফ্লোরে পাতা হয়েছে।

৪. আগরতলার মঙ্গলবাই বাঁশের আসবাব লাগানো হয়েছে।

৫. মেঝেতে রাজস্থানের রাজনগর এবং নয়ডার স্টোন অন্দরসজ্জার জন্য লাগানো হয়েছে।

৬. অশোক প্রতীক মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এবং জয়পুর থেকে আনানো হয়েছে।

৭. সংসদে লাগানো অশোক চক্র ইন্দোর থেকে আনা হয়েছে।

রাজস্থানের মর্মর, ইন্দোরের অশোকচক্র; নতুন সংসদ ভবনে কী কী থাকছে? দেখুন

৮. এছাড়া কিছু ফার্নিচার মুম্বাই থেকে আনা হয়েছে।

৯. রাজস্থানের অম্বাজি থেকে অম্বাজি সাদা মর্মর পাথর কেনা হয়েছে।

১০. উদয়পুরের আবু রোড থেকে পাথরের কাজ নেওয়া হয়েছে। কিছু পাথর রাজস্থানের কোট পুতলি থেকে আনা হয়েছে।

 

Advertisement