
Premananda Maharaj Tips: সাধারণ জীবনযাপন আর গভীর আধ্যাত্মিক বাণীর জন্য পরিচিত প্রেমানন্দ মহারাজ। তাঁর বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই তৈরি হচ্ছে আলোচনা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক ভক্তের প্রশ্নের উত্তরে তপস্যা ও প্রকৃত ভক্তির অর্থ ব্যাখ্যা করতে দেখা যায় মহারাজকে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, এক সত্সঙ্গে এক ভক্ত প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেন, “মহারাজজি, আমি ভগবানের কাছ থেকে মনের মতো বর পেতে চাই। এমন কী তপস্যা করব, যাতে ভগবান স্বয়ং প্রকাশ হয়ে আমাকে বর দেন?”
এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ বলেন, শাস্ত্র অনুযায়ী অর্থ বা কামনা নিয়ে ভগবানের আরাধনা করলেও সে ভক্তি হিসেবেই গণ্য হয়। তবে সত্যিই যদি ভগবানকে পাওয়া লক্ষ্য হয়, তাহলে জীবনে কিছু কঠোর নিয়ম মানতেই হবে।
মহারাজের প্রথম উপদেশ হল ব্রহ্মচর্য। জীবনের যে অবস্থাতেই থাকুন না কেন, ব্রহ্মচর্য ভঙ্গ করা চলবে না। দ্বিতীয়ত, গ্রহণ করতে হবে সম্পূর্ণ পবিত্র ও সাত্ত্বিক আহার, তাও অল্প পরিমাণে। যতটুকু দেহ ধারণের জন্য প্রয়োজন। আর তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিরন্তর নাম জপ। মহারাজের কথায়, “অবিরাম রাম নাম স্মরণ করো। দেখবে, যা চাইছ, তা নিজে থেকেই তোমার জীবনে এসে যাবে।”
এর পাশাপাশি তিনি আরও বলেন, কাউকে নিন্দা করা বা নিন্দা শোনা। দুটোই ত্যাগ করতে হবে। এই সাধনা সহজ নয়, কিন্তু ভগবানের সাক্ষাৎও কোনও খেলাচ্ছলে পাওয়া যায় না। মানুষের শরীর পাওয়া নিজেই এক বিরল সুযোগ। এই জীবন যেন বৃথা না যায় এই বার্তাই দিয়েছেন প্রেমানন্দ মহারাজ।
এরপর ভক্ত জানতে চান, “এই সব পালন করলে কত দিনের মধ্যে ভগবান প্রকাশ পাবেন?” উত্তরে মহারাজ বলেন, “যতদিন না ভগবান প্রকাশ পান, ততদিন জপ চালিয়ে যেতে হবে। আগে পাপ ক্ষয় হবে, হৃদয় শুদ্ধ হবে। কে জানে, কত জন্মের পাপ জমে রয়েছে। জন্মের পর জন্ম ধরে ঋষিরা সেই পরমাত্মাকে পাওয়ার চেষ্টা করেছেন তুমিও সেই চেষ্টা চালিয়ে যাও।”
ভক্তের শেষ প্রশ্ন ছিল আরও গভীর, “এই সাধনা করতে করতে যদি মৃত্যু এসে যায়?” মহারাজ শান্তভাবে উত্তর দেন, “ইচ্ছা যদি সত্যি হয়, ভগবান তা পূরণ করেই দেন।” এরপর মহারাজই উল্টো প্রশ্ন করেন, ভগবান প্রকাশ পেলে তুমি কী চাইবে?
ভক্ত বলেন, তিনি চক্রবর্তী রাজা হতে চান। এই কথা শুনে মৃদু হাসেন প্রেমানন্দ মহারাজ। তিনি বোঝান, চক্রবর্তী রাজা মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যার রাজত্ব, কলিযুগে তা সম্ভব নয়। তারপর গভীর বার্তা দিয়ে বলেন, “চক্রবর্তী হওয়া খুব ছোট আকাঙ্ক্ষা। ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা রাখো। ভগবান পেলে গোটা ব্রহ্মাণ্ডই তোমার হয়ে যায়। রাজত্ব নয়, চাইতে শেখো, আমি যেন সর্বদা আপনার চরণে থাকতে পারি।”