সুপ্রিম কোর্টে পর্ন ব্যান মামলা পর্নোগ্রাফি ব্যান নিয়ে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট তুলল নেপালের জেন জি আন্দোলনের প্রসঙ্গ। বিদায়ী প্রধান বিচারপতি বিআর গভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সোমবার জানায়, এই মামলার প্রতি খুব বেশি আগ্রহ নেই তবে এটি ৪ সপ্তাহ পর ফের শুনানির জন্য উঠবে।
কী মন্তব্য সুপ্রিম কোর্টের?
শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, 'দেখুন নেপালে একটি নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে কী হয়েছে।' এদিকে মামলাকারীর দাবি, সুপ্রিম কোর্ট একটি পলিসি তৈরি করে পর্নোগ্রাফির ব্যবহারে কাটছাট করুক। ইন্টারনেটে এর উপস্থিতি যথেষ্ট পরিমাণে রয়েছে, সে কথাও উল্লেখ করেছে দেশের শীর্ষ আদালত। মামলায় আরও দাবি করা হয়েছে, পর্নোগ্রাফি দেখা একজন ব্যক্তির জীবনে এবং সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষ ১৩ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যেই এই প্রভাবে দেখা যাচ্ছে। পর্নোগ্রাফি কনটেন্টের অ্যাক্সেস নিয়ে কোনও রকম নিষেধাজ্ঞা নেই বলেই এমনটা হচ্ছে, এ কথাও উল্লেখ করা হয়েছে মামলায়।
নেপালে কী হয়েছে?
সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা আরপ করার ঘটনায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপাল। সরকার বিরোধী জেন জি প্রজন্ম নামে রাস্তায়। উৎখাত হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ৮ এবং ৯ সেপ্টেম্বরের এই জেন জি আন্দোলনের জেরে ৭৬ জনের মৃত্যু হয় নেপালে।
ভারতে পর্ন দেখা বেআইনি?
না, ভারতে পর্ন দেখা বেআইনি নয়। তবে এই ধরনের কনটেন্ট তৈরি করে সরবরাহ করা, বিশেষত কমার্শিয়াল লাভের জন্য, ভারতীয় ন্যায় সংহিতা এবং ২০০০ সালের IT অ্যাক্ট অনুযায়ী আইনত অপরাধ। ভারত সরকার হাজারেরও বেশি পর্ন ওয়েবসাইট নিষিদ্ধ করেছে। যার মধ্যে রয়েছে পর্নহাবও।
চলতি বছরের শুরুতে কেন্দ্র কমপক্ষে ২৫টি OTT প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। অভিযোগ, এগুলি অশ্লীল এবং আপত্তিকর কনটেন্ট তৈরি করছিল। এর মধ্যে রয়েছে, Big Shots, Desiflix, NeonX VIP, Gulab App, Kangan App, Hulchul App, MoodX, Ullu, and ALTT.