scorecardresearch
 

Jokes: বাবা এক গ্লাস জল চাইলেন, ছেলের উত্তর জানলে চমকে উঠবেন !

Bengali Jokes: সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক রোগ ও চাপ থেকে দূরে থাকা যায়। আমরা আপনাদের জন্য এমনই কিছু মজার জোকস নিয়ে এসেছি, যেগুলো পড়ার পর আপনি নিশ্চয়ই হাসবেন।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক রোগ ও চাপ থেকে দূরে থাকা যায়
  • আমরা আপনাদের জন্য এমনই কিছু মজার জোকস নিয়ে এসেছি, যেগুলো পড়ার পর আপনি নিশ্চয়ই হাসবেন

Latest Jokes in Bengali: হাসি আমাদের  মানসিক চাপ দূর করে এবং একজন ব্যক্তিকে সুস্থ রাখে। বলা হয়, হাসি-ঠাট্টা করলে শরীরে রক্ত ​​সঞ্চালন স্বাভাবিক থাকে। এর পাশাপাশি মানসিক রোগও দূরে থাকে। এমন পরিস্থিতিতে আপনাদের হাসাতে আমরা নিয়ে এসেছি কিছু মজার জোকস।

>বাবা- আমার জন্য ১ গ্লাস জল নিয়ে এসো।
প্রথম ছেলে- আমি পারব না।
 দ্বিতীয় ছেলে- বাবা ছাড়ো, ও খুব অসভ্য।
 তুমি নিজে নাও আর আমার জন্যও ১ গ্লাস নিয়ে এসো!

> টিংকু- ভ্যালেন্টাইনস উইকে মদ খেয়ে কান্নাকাটি শুরু করলো।
 মিংকু- কী হয়েছে... কাঁদছো কেন? 
টিংকু - ভাই, যে মেয়েটিকে ভুলে যাওয়ার জন্য পান করছিলাম তার নাম মনে পড়ছে না...

>মেয়ে (ছেলেটিকে) - তোমার জন্য রাখি এনেছি, তুমি বাঁধলে না কেন?
 ছেলে- আমি যদি তোমার জন্য একটা মঙ্গলসূত্র আনি, তুমি কি পরে নেবে?

>রোহান- কী হয়েছে মন খারাপ করে বসে আছিস কেন?
 মোহন- গতকাল একটি নিউজ চ্যানেলের অ্যাঙ্কর বলল,
 আসুন আপনাকে গোয়া নিয়ে যাই। 
তারপর থেকে রেডি হয়ে বসে আছি, কেউ আসেনি।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)

 

Advertisement