scorecardresearch
 
Advertisement

Under River Metro: কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রো ১৯২১ সালেই হত, তারপর? শুনুন সেই অজানা তথ্য

Under River Metro: কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রো ১৯২১ সালেই হত, তারপর? শুনুন সেই অজানা তথ্য

কলকাতা মেট্রো রেলের আজ ঐতিহাসিক দিন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটে (Howrah Moidan-Esplaned Metro) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার নীচ দিয়ে দেশের প্রথম মেট্রোরেল শুরু কলকাতাতেই। ঠিক যেভাবে ১৯৮৪ সালে মাটির তলা দিয়ে মেট্রোরেল দেশে প্রথমবার শুরু হয়েছিল কলকাতায়। গঙ্গার নীচের এই মেট্রো প্রকল্পের অতীত ১০০ বছরেরও বেশি পুরনো। ১৯২১ সালে হুগলি নদীর তলা দিয়ে মেট্রোরেল তৈরির প্ল্যান দিয়েছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার হার্লি ডালরিম্পল (Harley Dalrymple Hay)। তারপর কী ঘটেছিল? শুনুন সেই কাহিনি।

Advertisement