Advertisement

Chiranjeet Exclusive: দীপক থেকে চিরঞ্জিত, স্টারডম ও প্রসেনজিৎ; 'ব্যক্তিগত'-তে অকপট 'দীপক'

বাংলা সিনেমার দর্শক তাঁকে চিরঞ্জিত নামে চেনেন। ২০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন। সেই ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কোটি কোটি মানুষের কাছে তিনি চিরঞ্জিত হলেও নিজের কাছে তিনি দীপক। কারণ এই নামেই তিনি নিজের সৃজনশীল কাজ করেন। কেন দীপক থেকে চিরঞ্জিত হলেন, কীভাবে রাজনীতিতে প্রবেশ? 'ব্যক্তিগত'-তে অকপট চিরঞ্জিত।

Advertisement
POST A COMMENT