Advertisement

Sheikh Shahjahan Fan Club: 'শেখ শাহজাহান ফ্যান ক্লাব' আর নয়, সন্দেশখালির সেই মাঠ এখন গ্রামবাসীদের, দেখুন

সন্দেশখালির একটি মাঠের নাম একদা ছিল ঋষি অরবিন্দ ময়দান। সেই মাঠের নাম পরবর্তীকালে করে দেওয়া হয় 'শেখ শাহজাহান ফ্যান ক্লাব'। গত ১৮ ফেব্রুয়ারি এই খবরটি প্রথম প্রকাশ করে bangla.aajtak.in। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সেই মাঠে চুন দিয়ে মুছে ফেলা হল 'শেখ শাহজাহান ফ্যান ক্লাব' নামটি। মাঠটি আজ থেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে তুলে দিল প্রশাসন।

Advertisement
POST A COMMENT