scorecardresearch
 

Alien Signal: চিনে এল এলিয়েনদের বার্তা

Alien Signal: চিনে এল এলিয়েনদের বার্তা

চিনের বিজ্ঞানীদের পাতা টেলিস্কোপে এলিয়েনদের বার্তা এল। পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ এফএএসটি (FAST) এর মাধ্যমে এসেছে এই বার্তা। এই টেলিস্কোপ চিনের গুইঝাও প্রান্তের দক্ষিণ-পশ্চিম এলাকায় মোতায়েন রয়েছে। এই টেলিস্কোপ এর বিশেষ কাজ হল এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স জীব এবং সভ্যতার খোঁজ করা। এটি রিপোর্টে পেশও করে তারা। পরে অবশ্য অজ্ঞাত কারণে রিপোর্টটি ডিলিট করে দেওয়া হয়। কেন তা জানা যায়নি।

China Telescope receives signal of aliens claims their govt media