কান্তি গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী। একাধিক দফতর সামলেছেন। তবে ১৯৮২ সালটা মোটেও ভালো যায়নি কান্তি গঙ্গোপাধ্যায়ের। কারণ, বিজন সেতুতে আনন্দমার্গীদের হত্যা ও তৎকালীন তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্যের খুন। এই দুই ঘটনাতেই কান্তি গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেদিন ঠিক কী হয়েছিল ? 'ব্যক্তিগত'-তে জানালেন কান্তি গঙ্গোপাধ্যায়।
Kanti Ganguly Exclusive Interview