ভেনিস, লন্ডন, বেনারস কিংবা তিলোত্তমা কলকাতা। যদি প্রায় গোটা বিশ্ব দেখা যায় একই ছাদের তলায়, তাহলে কেমন হয়? সেই সুযোগই করে দিয়েছেন শিল্পী পরেশ মাইতি। সিমা গ্যালারিতে শুরু হয়েছে তাঁর 'নয়েজ অফ মেনি ওয়াটার্স' প্রদর্শনী। পেন্টিং, লাইন ড্রয়িং, স্কেচ সব মিলিয়ে প্রদর্শনীতে রয়েছে শিল্পীর মোট ১২০ টি কাজ। তবে প্রদর্শনীর মূল বৈশিষ্ট্য জল রং। গত চার দশক ধরে, বিশ্বের বিভিন্ন শহরের জলের ধারের নানা গল্প, নানা শব্দ, জল রঙে ক্যানভাসে, ফুটে উঠেছে প্রদর্শনীতে। আজতক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খুঁটিনাটি শেয়ার করলেন শিল্পী।
Artist Paresh Maity water colour painting exhibition