বাঁকুড়া জেলার এক প্রাচীন জনপদ হল রাজগ্রাম । যেখানে ঠক্ ঠক্ আওয়াজে ঘুম ভাঙে গ্রামবাসীদের। এই ঠক্ ঠক্ আওয়াজ আসে হস্তচালিত বুনোন মেশিন থেকে। হ্যাঁ, এখানেই সারিবদ্ধ ভাবে গামছা বুনোন শিল্পীদের বাস। একটা সময় ছিল কাজের বরাতের জেরে শিল্পীদের নাওয়া খাওয়ার সময় থাকতো না । শিল্পীদের তৈরি করা গামছা পাড়ি দিত রাজ্য ছাড়িয়ে রাজ্যের বাইরেও। এখন তাদের বাপ ঠাকুরদাদাদের দেখানো পথে ভাটা পড়েছে। শিল্পে এসেছে মন্দা। মন্দার মূল কারণ বর্তমান দিনে পাওয়ার লুম থেকে তৈরি হওয়া গামছার অধিক ব্যবহার। শিল্পীরা জানাচ্ছেন তাদের শিল্পে এই ধরনের মন্দার কারণে তাদের পরবর্তী প্রজন্ম অন্য পেশাকে বেছে নিচ্ছে । শিল্পীরা চাইছেন সরকার যেন এই শিল্পকে বাঁচাতে সাহায্য করে।
Bankura Handloom Industry, artist are facing financial crisis