scorecardresearch
 
Advertisement

Bankura Patachitra: আধুনিকতার ছোঁয়ায় ভাটা পড়েছে পটুয়াদের পট শিল্পে

Bankura Patachitra: আধুনিকতার ছোঁয়ায় ভাটা পড়েছে পটুয়াদের পট শিল্পে

পাহাড়ের কোল বেয়ে অলস অজগরের মতো কাঁচাপাকা রাস্তা ৷ আর সঙ্গে অদ্ভুত এক নিস্তব্ধতা ৷ এই নিয়েই ভরতপুর গ্রাম । একদল সরল সাদাসিধে মানুষের বাস ৷ তাঁরা প্রায় সবাই পটশিল্পী ৷ এটাই তাঁদের জীবিকা ৷ গ্রামের প্রতিটি দেওয়াল যেন কথা বলে ওঠে ৷ শিল্পের কথা ৷ কারুকাজের কথা ৷ তবে সেই শিল্পীরাই এখন অতিমারির কোপে সহায়-সম্বলহীন, উপার্জনহীন।

the artists of patachitra facing financial problem due to covid 19

Advertisement