বিশ্বনাথ বসু। এই সময়ের অন্যতম বড় অভিনেতা। তাঁর ঝুলিতে রয়েছে ১৫০-এর বেশি সিনেমা ও ১০০-এর বেশি সিরিয়াল। তবে জনপ্রিয়তার শীর্ষে তিনি থাকলেও আজও সাদামাটা জীবন-যাপনই করেন। বাদুড়িয়ার ছোট্ট গ্রাম থেকে উঠে এসে কীভাবে বড় অভিনেতা হলেন, সেই গল্প আগের পর্বগুলিতে শুনেয়েছিলেন বিশ্বনাথ। চতুর্থ পর্বে জানালেন, তাঁর পরবর্তী লক্ষ্যের কথা।