২২ জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা। তার আগে 'ব্যক্তিগত'-তে এবারের অতিথি বিজেপি নেতা রাহুল সিনহা। নিজের শৈশব, বেড়ে ওঠা, লেখাপড়া থেকে শুরু করে রাজনৈতিক জীবন-সব বিষয়ে কথা বললেন রাহুল। প্রথম এপিসোড শুক্রবার। শুধুমাত্র bangla.aajtak.in-এ।