Advertisement

Kolkata Tram: ব্যস্ত কলকাতায় একলা লাইনে চলা ট্রাম, শতাব্দী পেরিয়ে শহর ভুলছে তার নাম

দেড়শো বছরে পা দিল কলকাতার ট্রাম। ঘোড়ায় টানা ট্রাম থেকে আজকের এসি ট্রাম। পরতে পরতে রয়েছে ইতিহাস। শহরের বুকে কত রাজনৈতিক পালাবদলের সাক্ষী এই ট্রাম। রাজনৈতিক আঁচে একবার তাকে জ্বলতে হয়েছিল। সেই জ্বালা বুকে নিয়ে আজও বহমান কলকাতার ঐতিহ্য ট্রাম। তারই দেড়শো বছরের ইতিহাসের পাতা উল্টে দেখা।

Advertisement
POST A COMMENT