২০ পয়সার টমটম গাড়ি এখন ২০ টাকা। তবে কদর কমেনি। কোচবিহার রাসমেলা মানেই টমটম গাড়ি। মাটির চাকা ও বাঁশের কাঠির খেলনা গাড়ি। খেলনা গাড়ি যত এগোবে টমটম শব্দ হবে। তিন পুরুষ ধরে শিল্পীরা আসেন টমটম বিক্রি করতে। কোচবিহার রাসমেলা শুরু হলেই বিহার, কিষানগঞ্জ থেকে এই টমটম বিক্রেতারা চলে আসেন ফি বছর৷ এখানেই তৈরি করেন কাগজ, বাঁশের কাঠি ও মাটির চাকা লাগানো খেলনা গাড়ি৷
In the midst of modernity tomtom cars are still alive in the raas utsab of coochbehar