Advertisement

Rudranil Ghosh: CPI(M) সারাজীবন গরিব মানুষকে গরিব করেই রাখতে চেয়েছিল : রুদ্রনীল

CPI(M)-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিনেতা-বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর দাবি, বামেরা মুখে গরিব মানুষের ভালোর কথা বললেও তারা বাস্তবে গরিবকে গরিবই করে রাখতে চেয়েছে। তাদের হাতে অনেক ক্ষমতা ছিল, অর্থ ছিল তবে ৩৪ বছরের রাজত্বকালে কোনওদিন গরিব মানুষের কথা ভাবেনি। তারা ভেবেছে, গরিবকে সুযোগ করে দিলে তাদের অবস্থার পরিবর্তন হবে। এতে দলেরই ক্ষতি হবে। 'ব্যক্তিগত'-র দ্বিতীয় পর্বে একথা বলেন রুদ্রনীল ঘোষ।

Exclusive Interview Of Actor Rudranil Ghosh

Advertisement
POST A COMMENT