Advertisement

Upen Biswas Exclusive: বাংলাদেশ থেকে পালিয়ে এসে বৌদ্ধধর্ম গ্রহণ, CBI অফিসার থাকাকালীন কীভাবে জেরা করতেন? 'ব্যক্তিগত' উপেন বিশ্বাস

উপেন বিশ্বাস। প্রাক্তন সিবিআই কর্তা। পুলিশ ও সিআইডিতেও কাজ করেছেন তিনি। তবে তাঁর চোখধাঁধানো সাফল্য সবার নজর কাড়ে সিবিআই আধিকারিক হিসেবে কাজ করার দৌলতে। বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে গ্রেফতার করেছিলেন তিনি। তা নিয়ে বিতর্ক কম হয়নি। ছোটোবেলা বৈভবে কাটলেও যুবক উপেনকে বাংলাদেশ থেকে চলে আসতে হয় কার্যত প্রাণ বাঁচাতে। 'ব্যক্তিগত'-তে এবারের অতিথি প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস।

Exclusive Interview Of Ex CBI Officer Upen Biswas

Advertisement
POST A COMMENT