Advertisement

Manoranjan Byapari Exclusive: রাস্তার গুন্ডা থেকে সাহিত্যিক-রাজনীতিবিদ, 'ব্যক্তিগত'-র এবারের অতিথি মনোরঞ্জন ব্যাপারী

মনোরঞ্জন ব্যাপারী। বর্তমানে রাজ্যের শাসক দলের বিধায়ক। তবে তাঁকে রাজ্যের মানুষ সাহিত্যিক হিসেবেই চেনেন। তাঁর লেখা একাধিক বই দেশের সেরা সেরা সাহিত্য সম্মান পেয়েছে। কিন্তু সাহিত্যিক হয়ে ওঠার সফর তাঁর সহজ ছিল না। ছোটোবেলা থেকে দেখেছেন নিদারুণ অর্থকষ্ট। চায়ের দোকানে, রাস্তার হোটেলে কাজ করেছেন। যৌবনে জড়িয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনের সঙ্গে। তার জেরে যেতে হয় জেল। সেখানেই শিখেছেন লেখাপড়া। তারপর সাহিত্যিক কীভাবে হয়ে উঠলেন? তৃণমূলের সঙ্গে যুক্ত হলেন কীভাবে? 'ব্যক্তিগত'-তে এবারের অতিথি মনোরঞ্জন ব্যাপারী। প্রথম এপিসোড রবিবার।

Advertisement
POST A COMMENT