ইন্দিরা গান্ধীর ইমারজেন্সি ঘোষণার ফলে RSS-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সময় কার্যত লুকিয়ে সংগঠনের কাজ করতে হত সংঘের কাজ। সেই সময় নানা অভিজ্ঞতার সাক্ষী থাকতে হত সংঘ প্রচারকদের। কেমন ছিল সেই সময় মানুষের জীবনযাত্রা? 'ব্যক্তিগত'-তে জানালেন রাহুল সিনহা।
Exclusive Interview Of BJP Leader Rahul Sinha