Advertisement

Bengali People in Charminar Hyderabad: হায়দরাবাদের চারমিনারেও আড্ডা দেন বাঙালিরা, দেখুন

বাঙালি সব জায়গায়। ব্যতিক্রম নয় হায়দরাবাদও। তবে শুনলে অবাক হবেন, হায়দরাবাদের প্রাচীন মসজিদ ও সৌধ চারমিনারেও নিয়মিত আড্ডা দেন বাঙালিরা। একেবারে খোশগল্পে মেতে ওঠেন সেখানে বসবাসকারী বাঙালিরা। চারমিনার দেখতে গেলে সেখানে আপনিও দেখা পাবেন বাঙালির। তাঁরা সেখানে বসেন, গল্প করেন ঘণ্টার পর ঘণ্টা। আসলে কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন প্রচুর বাঙালি। তাঁদের কারও বাড়ি হুগলি কারও বা আমাদের রাজ্যের অন্য কোনও জেলায়। কেউ সোনার দোকানে কাজ করেন, কেউ আবার আইটি কর্মী। তাঁরা ছোটো ছোটো দলে আসেন চারমিনারের কাছে। প্রতিদিন কাটান বেশ কয়েক ঘণ্টা। মেতে ওঠেন খোশগল্পে। দেখুন।

Bengali People in Charminar Hyderabad

Advertisement