scorecardresearch
 
Advertisement

Independence Day 2023: বিপ্লবী পুলিনবিহারী দাসের তরোয়াল, আজও চকচক করছে: দেখুন VIDEO

Independence Day 2023: বিপ্লবী পুলিনবিহারী দাসের তরোয়াল, আজও চকচক করছে: দেখুন VIDEO

এককালে ব্রিটিশ কাঁপত তাঁর ভয়ে, তিনিই প্রথম আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন। তিনি হলেন বাংলার বীর বিপ্লবী পুলিনবিহারী দাস। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিখ্যাত বিপ্লবী ছিলেন পুলিনবিহারী দাস। তিনি ছিলেন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন সশস্ত্র পথেই ভারতের স্বাধীনতা আসবে, তাই পরাধীন ভারতের যুব সমাজের শারীরিক, মানসিক ও চারিত্রিক দৃঢ়তা গঠনে তিনি জোর দিয়েছিলেন। যুব সমাজকে সশস্ত্র বিপ্লবে পারদর্শী করে তুলেছিলেন। পুলিনবিহারী দাসের এক অমূল্য সম্পদ আজও রয়েছে তাঁর দুই নাতি বিশ্বরঞ্জন দাস ও মণীশরঞ্জন দাসের কাছে। সেটা হল তরোয়াল। এখনও এই তরোয়াল চকচক করছে। অনুশীলন সমিতিতে এই তলোয়ার দিয়ে বিপ্লবীদের রক্ত তিলক পরানো হত। বীর বিপ্লবীর বাকি ব্যবহার্য জিনিসের বেশিটাই রয়েছে কলকাতার পুলিশ মিউজিয়ামে।

Advertisement