তখনও ভারত স্বাধীন হয়নি। বিদেশী জিনিস বর্জন করে স্বদেশী জিনিসপত্রের ব্যবহারে জোর দিতে তখন দেশজুড়ে আন্দোলন চলছে। ১৯৩৪ সালে বিদেশী ঝর্ণা কলমের কালি বর্জন করে স্বদেশী কালি তৈরি করা শুরু করে সুলেখা।