ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ৫০তম বার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE)আনুষ্ঠানিক ঘণ্টা বাজানো হল। উপস্থিত ছিলেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান এবং এডিটর-ইন-চিফ অরুণ পুরী, ভাইস চেয়ারপার্সন এবং এক্সিকিউটিভ এডিটর-ইন-চিফ কলি পুরী এবং এনএসইর এমডি ও সিইও আশিস চৌহান। এই বিশেষ অনুষ্ঠানে অরুণ পুরী বলেন,'ইন্ডিয়া টুডের পরবর্তী অধ্যায়ের সূচনা হল'।
50 Year Of India Today Group