scorecardresearch
 
Advertisement

Inscription of Susunia Hill: শুশুনিয়া পাহাড়ের এই প্রাচীন শিলালিপিটির ইতিহাস গায়ে কাঁটা দেয়, দেখুন

Inscription of Susunia Hill: শুশুনিয়া পাহাড়ের এই প্রাচীন শিলালিপিটির ইতিহাস গায়ে কাঁটা দেয়, দেখুন

শুশুনিয়া পাহাড়ের ওপরে মোটামুটি ২৫০ মিটার উঠলে একটা বিশাল পাথরের দেওয়াল, তাঁর গায়ে উৎকীর্ণ করা আছে সিংহল রাজ চন্দ্রবর্মার শিলালিপি। শিলালিপিটি টিনের শেড আর তারের জাল দিয়ে ঘেরা। "পুষ্করণধিপতে মহারাজ শ্রীসিংহবর্মণঃ পুত্রস্য মহারাজ শ্রীচন্দ্রবর্মন কৃতিঃ চক্রস্বামীন দাসগ্রেনাতি সৃষ্টঃ"। অর্থাৎ পুস্করনা অধিপতি শ্রী সিংহবর্মা পুত্র চন্দ্রবর্মা কৃর্তি এই লিপি। যিনি ছিলেন একজন বিষ্ণুর উপাসক। লিপির ভাষা সংস্কৃত,কিন্তু অক্ষর চতুর্থ খ্রীষ্টাব্দের ব্রহ্ম লিপি। পাথরের গায়ে উৎকীর্ণ শিলালিপির পাঠোদ্ধার করেছেন অনেকে ইতিহাসবিদরা পোষণ করেছিন বিভিন্ন মত।

Inscription of Susunia Hill

Advertisement