সেই 143 বছর আগের কথা। 1880 সালে দক্ষিণ আফ্রিকার বাজারে গিয়ে হঠাৎ একটি বেবুনের ওপর নজরে পড়ে রেলকর্মী জেমস এডউইন ওয়াইডের। সাতপাঁচা না ভেবে সেটির প্রতি মায়া হয় তার। পোষার জন্যই বেবুনটি কেনেন তিনি। তার নাম রাখেন জ্যাক। কিন্তু সেই জ্যাক রেলকর্মীর দায়িত্ব পালন করেছে নয় বছর। এ সময়ে কোনো ভুল হয়নি তার। রেলকর্মী জেমস কেপটাউন থেকে এলিজাবেথ পোর্টগামী লাইনে সিগন্যালম্যানের কাজ করতেন।
Jack The Baboon Operated A Railway