Jayati Chakraborty: 'কেমোথেরাপি চলাকালীন আমার গান শুনছিলেন এক রোগী, আমাকে তিনি চিঠি পাঠিয়ে বলেছিলেন..., অভিজ্ঞতা শেয়ার জয়তীর
Jayati Chakraborty: 'কেমোথেরাপি চলাকালীন আমার গান শুনছিলেন এক রোগী, আমাকে তিনি চিঠি পাঠিয়ে বলেছিলেন..., অভিজ্ঞতা শেয়ার জয়তীর
- কলকাতা,
- 10 May 2024,
- Updated 5:57 PM IST
জয়তী চক্রবর্তী। এই সময়ের অন্যতম বড় সঙ্গীত শিল্পী। তিনি প্লেব্যাক করলেও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই বেশি পরিচিত শ্রোতাদের কাছে। এত বড় শিল্পী হয়েও কেন সেভাবে প্লেব্যাক সিঙ্গার হিসেবে সাফল্য পেলেন না? উত্তর দিলেন জয়তী। সঙ্গে জানালেন, বিশেষ কতগুলো অভিজ্ঞতার কথা।