Advertisement

Kabir Suman On Taslima Nasrin: তসলিমাকে কলকাতা ফেরাতে চায় BJP, শুনেই বিস্ফোরক মন্তব্য কবীর সুমনের

তসলিমা নাসরিনকে আবার বাংলায় ফেরানোর দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তসলিমা বিষয়টি নিয়ে 'bangla.aajtak.in'-কে অবশ্য বলেছেন, 'জানি না, কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কি না...। কিন্তু আমি ফিরতে চাই। বিজেপি সাংসদকে আমি ধন্যবাদ জানাই। আমি ওঁর প্রতি কৃতজ্ঞ।' বিষয়টিতে বিখ্যাত সঙ্গীত শিল্পী ও প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন মঙ্গলবার বললেন, 'তসলিমা নাসরিন সম্পর্কে আমি আগ্রহী নই। কিন্তু উনি বাংলাদেশের মানুষ হয়ে কেন বারবার কলকাতাতেই ফিরতে চান? বিজেপির ধারণা, তসলিমা এলে এখানে বিজেপির হয়ে সওয়াল করবেন, ক্যাম্পেন করবেন। ওঁর তো অনেক বয়স হয়েছে, পরমেশ্বর ওঁকে পথনির্দেশ দিন।'

Advertisement
POST A COMMENT