scorecardresearch
 
Advertisement

Rabindranath Tagore Heritage Villa in Kalimpong: আকাশবাণীতে কবি-কণ্ঠ, কালিম্পংয়ে 'জন্মদিন' পাঠ করলেন রবীন্দ্রনাথ

Rabindranath Tagore Heritage Villa in Kalimpong: আকাশবাণীতে কবি-কণ্ঠ, কালিম্পংয়ে 'জন্মদিন' পাঠ করলেন রবীন্দ্রনাথ

১৯৩৮ সালের ২৫ এপ্রিল প্রথম বার কবি কালিম্পং যান। উঠেছিলেন গৌরীপুর হাউসে। ‘জন্মদিন ছাড়াও, এখানে বসে কবি আরও কয়েকটি কবিতা লেখেন। তাঁর প্রয়াণের পর চিত্রভানুর দেওয়ালে মার্বেল পাথরে কবিতার কয়েকটি লাইন খোদাইও করা হয়। কালিম্পং শহর থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার গিয়ে খানিকটা পশ্চিম দিকে অবস্থিত গৌরীপুর ভবন। বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি ছিল সেটি। এই বাড়িতেই বিশ্বকবি এসে থাকতেন। সেই বাড়িতে রবীন্দ্রনাথের ব্যবহার করা কোনও জিনিসই এখন আর নেই। তবে সেই বাড়ির এক স্থানে একটি ফলকে লেখা আছে, ‘এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করিতেন এবং ২৫ শে বৈশাখ ১৩৪৫ সালের নিজের লেখা "জন্মদিন" কবিতাটি আবৃত্তি করেছিলেন। যেটি টেলিফোনে আকাশবাণী কলকাতা সরাসরি সম্প্রচার করেছিল। সেই ঐতিহাসিক বাড়ি হেরিটেজ কমিশন নিয়ে নিয়েছে। আশা করা যাচ্ছে শ্রী ফিরবে বাড়িটির।

Kalimpong gouripur bhawan Rabindranath Tagore memory heritage villa

Advertisement