Advertisement

Bodybuilder Lipika Debnath: এইভাবে এক্সারসাইজ করে জাতীয়স্তরে স্থান পেয়েছেন মালদার নার্স লিপিকা দেবনাথ

মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স হিসেবেই কিছুদিন আগে পর্যন্ত পরিচিত ছিলেন লিপিকা দেবনাথ। তবে এখন তাঁকে সবাই চেনে একজন বডিবিল্ডার হিসেবে। ত্রিপুরার এই তরুণী সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিকস্তরে সাফল্য পেয়েছেন। বডি বিল্ডিং প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিকস্তরে যথাক্রমে হয়েছেন তৃতীয় ও ষষ্ঠ। মালদা জেলা-সহ এই রাজ্যে ও ত্রিপুরার অনেকের মুখে মুখে এখন লিপিকার নাম শোনা যায়। তবে বডিবিল্ডার হওয়ার জন্য প্রয়োজন নিষ্ঠা, খাওয়া-দাওয়ার প্রতি সতর্ক থাকা এবং শারীরিক অনুশীলন। লিপিকা কীভাবে নিজেকে তৈরি করেছেন, কতটা পরিশ্রম করতে হয়? আসুন দেখি তারই এক ঝলক।

lipika debnath bodybuilder update news

Advertisement