Advertisement

Manoranjan Byapari Exclusive: 'রাস্তার গুন্ডা ছিলাম, কাছে থাকত পাইপগান-বোমা', 'ব্যক্তিগত' লেখক-রাজনেতা মনোরঞ্জন ব্যাপারী

মনোরঞ্জন ব্যাপারী। জনপ্রিয় কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ। তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্ম মনোরঞ্জনের। ছোটোবেলায় চলে আসতে হয় পশ্চিমবঙ্গে। বছরের পর বছর কাটে রিফিউজি ক্যাম্পে। লেখাপড়া করার সুযোগ পাননি। কাজ করেছেন চায়ের দোকান, হোটেলে। নকশাল আন্দোলনে জড়িয়ে পড়ার ফলে তাঁকে জেলও খাটতে হয়। জেলই বাঁক এনে দেয় তাঁর জীবনে। 'ব্যক্তিগত'-তে এবারের অতিথি মনোরঞ্জন ব্যাপারী। আজ প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুক্রবার।

Exclusive Interview Of Manoranjan Byapari

Advertisement
POST A COMMENT