Advertisement

Mehtab Hossain: ময়দানে বাঙালি তারকা ফুটবলার উঠে আসছে না কেন? উত্তর দিলেন মেহতাব

বাঙালির শেষ তারকা ফুটবলার বলা হয় মেহতাব হোসেনকে। তাঁর অবসর নেওয়ার পর কেটে গেছে অনেকগুলো বছর। কিন্তু এখন ময়দানে আর সেই অর্থে বাঙালি তারকা ফুটবলার দেখা যায় না। তা নিয়ে সমর্থদের মধ্যে আক্ষেপ তো আছেই। কেন তারকা ফুটবরাল উঠে আসছে না। সেই ব্যাখ্যা দিলেন মেহতাব হোসেন।

Advertisement
POST A COMMENT