Advertisement

Monsoon in Bengal: অবশেষে এল বর্ষা, সিক্ত হল ধরা, বাঙালির মনে রোমান্টিকতার ছোঁয়া

বর্ষা এল। প্রকৃতির এক অপরূপ শক্তি। বর্ষার জলধারায় শ্রান্ত হয় পৃথিবী। সতেজ হয়ে ওঠে গাছ গাছালি। বর্ষার আগমনের অপেক্ষায় যেন সমস্ত উদ্ভিদ ও প্রাণীকূল। বর্ষা যেন প্রকৃতির কিশোরী রূপ। কবির কবিতায় বর্ষা হয়ে ওঠে জীবন্ত। একেক রূপে বর্ষা ধরা দেয় লেখকের লেখনীতে। বাঙালির মননে সবচেয়ে বেশি রোমান্টিকতার সুর বাজে বোধহয় বর্ষায়। অবিশ্রান্ত জলধারায় উদাস হয় মন। আবার যেন সেই উদাস মন বৃষ্টির জলে ধুয়ে মুছে যায়। সঙ্গীত সৃষ্টি হয় বর্ষার জলধারায়। বর্ষার সুবাস গায়ককে আনমনা করে তোলে। যেন আষাঢ়ের অপেক্ষায় ছিল সঙ্গীত।

special story on west bengal monsoon

Advertisement
POST A COMMENT