scorecardresearch
 
Advertisement

VIDEO: পুজোর মুখে কেমন আছেন কৃষ্ণনগরের ডাকের সাজ প্রস্তুতকারী হস্তশিল্পীরা?

VIDEO: পুজোর মুখে কেমন আছেন কৃষ্ণনগরের ডাকের সাজ প্রস্তুতকারী হস্তশিল্পীরা?

শরতের নীল আকাশে সাদা মেঘ। "মা আসছেন" আগমনির এই বার্তা ইতিমধ্যেই বাঙালি জাতির আবালবৃদ্ধবনিতা প্রতিটি মানুষের মনের মনিকোঠায় দোলা দিতে শুরু করেছে। আর এই দুর্গা পূজোকে সামনে রেখে রীতিমত কোমর বেঁধে নেমে পড়েছেন নদীয়ার কৃষ্ণনগর (Krishnanagar) শহরের প্রাচীনতম প্রসিদ্ধ ঢাকের সাজ ও থার্মোকল দিয়ে প্রতিমার অঙ্গসজ্জার অলংকার, মুকুট প্রস্তুতকারক (Daaker saaj) হস্ত শিল্পীরা।গত বছর করোনা (Corona Pandemic) অতিমারীর কারণে কাজের বাজার মন্দা থাকলেও চলতি বছরে সংক্রমণের প্রভাব কিছুটা নিয়ন্ত্রনে আসার সুবাদে আগের তুলনায় কাজের বাজার খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানিয়েছেন শহরের প্রতিমার সাজ প্রস্তুতকারক হস্ত শিল্পীরা।

Nadia's Krishnanagar's famous Daaker Saaj, What is the situation of this traditional art of West Bengal

Advertisement