ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় ভাগ্যান্বেষণে দেশ-বিদেশ থেকেই অনেকেই আসতেন। কেউ ব্যবসা তো কেউ চাকরির তাগিদে। তেমনই বিংশ শতকের গোড়ায় শুরু একটি ছোট্ট বেকারি দিয়ে। তারপর প্রায় ১১৭ বছরের বেশি সময় ধরে কলকাতাকে কেক খাইয়ে আসছে নাহুমস। ইহুদি সাহেবের এই দোকান আজও ধরে রেখেছে তার প্রাচীন ঐতিহ্য। এবারে ২৫ ডিসেম্বরে স্পেশাল কেক কী থাকছে Nahoum’s-এ?
Nahoum’s Cake The Last Jewish Bakery of Kolkata