scorecardresearch
 
Advertisement

Indian Money Netaji Mahatma Gandhi: টাকায় গান্ধীজির বদলে নেতাজি বা দেব-দেবীর ছবি ছাপা হতে পারে ?

Indian Money Netaji Mahatma Gandhi: টাকায় গান্ধীজির বদলে নেতাজি বা দেব-দেবীর ছবি ছাপা হতে পারে ?

নোটে গান্ধীজির ছবি নিয়ে প্রায়ই প্রশ্ন উঠে। ভারতীয় টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ব্যবহারের দাবি একাধিকবার উঠেছে। আর এখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি তুলেছেন, নোটে মহাত্মা গান্ধীর সঙ্গে গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি রাখতে হবে। গুজরাত নির্বাচনকে সামনে রেখে কেজরিওয়ালের এই দাবিকে 'হিন্দুত্ব কার্ড' হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেজরিওয়ালের বক্তব্য, নোটের একপাশে গান্ধীজি এবং অন্যদিকে লক্ষ্মী-গণেশের ছবি থাকলে দেশের মানুষ আশীর্বাদ পাবে। নোটে কি গান্ধীজির বদলে নেতাজির বা দেব-দেবীর ছবি দেওয়া সম্ভব ?

Indian Money Netaji Mahatma Gandhi news update

Advertisement